৮ ফুটবলারের পরিবারকে ৪ লাখ টাকার পুরস্কার ঘোষণা ময়মনসিংহ জেলা প্রশাসনের
কলসিন্দুরের আট জন নারি ফুটবলারের পরিবারকে ৫০ হাজার টাকা করে মোট ৪ লাখ টাকা পুরস্কারের ঘোষনা দিয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসন।
আজ দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসক সাংবাদিকদের এ কথা জানান।
শিরোপা জয়ী নারী ফুটবল দলের আটজনের বাড়ি ময়মনসিংহের ধোবাউরা উপজেলা কলসিন্দুর এলাকায়।
এখান থেকে বাংলাদেশে নারী ফুটবলে প্রতিনিধিত্ব করছে সানজিদা, মারিয়া মান্দা, শিউলি আজিম, মারজিয়া আক্তার, শামছুননাহার, তহুরা, সাজেদা, শামছুননাহার জুনিয়র।
ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, "জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ বুধবার বিকালে আট নারি ফুটবলারের পরিবারকে ফুল ও মিষ্টি দিয়ে সংবর্ধনা দেওয়া হবে। প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা করে মোট ৪ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।"
এদিকে ফুটবলারদের দেশে আসার খবরে কলসিন্দুর গ্রামে বইছে আনন্দের বন্যা। অধির আগ্রহে সানজিদা, মারিয়াদের বরণ করার অপেক্ষায় রয়েছেন পরিবারের সদস্যগণ ও এলাকাবাসি।