বিদ্যুৎবিভ্রাটে রাজধানীর দুই-তৃতীয়াংশ এলাকায় পানি সরবরাহ ব্যাহত
বিদ্যুৎহীনতায় রাজধানীর দুই-দুই-তৃতীয়াংশ এলাকায় পানি সরবরাহের পাম্পগুলি বন্ধ রাখতে বাধ্য হয়েছে ঢাকা ওয়াসা।
ওয়াসার পরিচালক (কারিগরি) এ কে এম শাহিদ উদ্দিন মঙ্গলবার (৪ অক্টোবর) বলেন, ঢাকার বিভিন্ন এলাকায় পানি সরবরাহের জন্য ৯৭৩টি পাম্প থাকলেও ওয়াসার কাছে ফিক্সড জেনারেটর রয়েছে মাত্র ৩০০টি।
তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'তবে এই ৩০০টি জেনারেটরই সচল নেই। ৯৭৩টির মধ্যে ৬০টি পাম্প আপৎকালীন, আর এজন্য ১৫টি মোবাইল জেনারেটর রয়েছে।'
ওয়াসা কর্তৃপক্ষের মতে, তাৎক্ষণিক প্রভাব না পড়লেও, রাতভর রাজধানীর বিভিন্ন এলাকায় পানি সংকট তৈরি হতে পারে।
অনেক ভবনেরই নিজস্ব ট্যাংকে পানি সংরক্ষণের ব্যবস্থা থাকায়, কয়েক ঘণ্টা পরই সংকট শুরু হবে বলে মনে করছেন তিনি।
ওয়াসার এই পরিচালক বলেন, 'যাদের বাড়িতে পানির রিজার্ভ আছে তাদের এখনই সাশ্রয়ের চেষ্টা করতে হবে। আগামীকাল সকাল নাগাদ বিভিন্ন এলাকায় পানি সংকট দেখা দিতে পারে। এমনকী বিদ্যুৎ সরবরাহ ফিরলেও ওয়াসার সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগবে'।
আজ দুপুর ২টা নাগাদ বিদ্যুতের জাতীয় গ্রিডে বিপর্যয়ের পর থেকে এখনও ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় বিদ্যুৎ ফেরেনি। ফলে অন্ধকারে আচ্ছন্ন রয়েছে এসব এলাকা।
অনেকস্থানে সড়কবাতিও নিভু নিভু হয়ে আসছে। এই অবস্থায় কখন বিদ্যুৎ ফিরবে সেই অপেক্ষায় রয়েছে সাধারণ মানুষ।