‘সপ্তাহে একবার পানি পাই’: পুরোনো পাইপলাইনের কারণে ভোগান্তিতে চট্টগ্রাম ওয়াসার গ্রাহকরা
চট্টগ্রাম ওয়াসায় পুরোনো পাইপলাইনের কারণে পানি পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন কিছু এলাকার গ্রাহকরা। সংযোগ থাকার পরও তারা নিয়মিত পানি পান না। তারা বলছেন, কোথাও কোথাও ৫ থেকে ৭ দিন পরপর পানি মিলছে। শহরের দূরবর্তী অঞ্চলগুলোর গ্রাহকরা এমন সমস্যা পড়ছেন বেশি।
নগরীর পতেঙ্গার বাসিন্দা তন্ময় মহাজন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সপ্তাহে একবার পানি পাই আমরা। রাত জেগে পানি সংগ্রহ করতে হয়। দিনের বেলায় আবার চাপ কম থাকে।'
সমস্যাটির কথা স্বীকার করে নিয়ে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ বলছে, তাদের আওতায় থাকা ১০ শতাংশ এলাকায় এখন পানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে।
ওয়াসা কর্তৃপক্ষ বলছে, পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প চলাকালে নতুন গ্রাহকরা পুরোনো লাইনের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এজন্য তারা পানি পান না।
সংস্থাটির প্রধান প্রকৌশলী মাকসুদ আলম টিবিএসকে বলেন, শহরের দূরবর্তী অঞ্চলের সংযোগগুলো এখনও ডিএমএ (ডিসট্রিক্ট মিটারিং এরিয়া) ও নতুন পাইপলাইনের আওতায় আসেনি। 'দূরবর্তী অঞ্চলে পাইপলাইন স্থাপনসহ পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়নের জন্য নতুন প্রকল্প প্রক্রিয়াধীন আছে। এটি বাস্তবায়ন হলে পুরো সমস্যা দূর হয়ে যাবে।'
চট্টগ্রাম ওয়াসার নথিপত্রের তথ্যমতে, বর্তমানে নগরীর ১৬৮.২১ বর্গকিলোমিটার এলাকায় প্রায় ১ হাজার ৩০০ কিলোমিটার পাইপলাইন নেটওয়ার্ক আছে সংস্থাটির। এর মধ্যে কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প-০১-এর অধীনে ৪৫ কিলোমিটার ও চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন ও স্যানিটেশন প্রকল্পের (সিডব্লিউএসআইএসপি) অধীনে ১৫০ কিলোমিটার পাইপলাইন নেটওয়ার্ক প্রতিস্থাপন করা হয়েছিল।
এছাড়া কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প-০২-এর অধীনে শহরের মধ্যবর্তী স্থান থেকে ৫৫ বর্গকিলোমিটার এলাকায় ৭০০ কিলোমিটার পাইপলাইন প্রতিস্থাপন হয়েছে। প্রকল্পটির অধীনে ডিএমএ প্রযুক্তি স্থাপন করা হয়েছে। স্থাপিত ৫৯টি ডিএমএর মাধ্যমে পানির সরবরাহের পরিমাণ ও চাপ সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা হয়।
এর বাইরে নগরীর পতেঙ্গা, কাট্টলী, জাকির হোসেন সড়ক, দক্ষিণ খুলশী, ফয়েজ লেক, আকবর শাহ ও হাটহাজারীর পানি সরবরাহ ব্যবস্থা প্রায় ৪০০ কিলোমিটার পুরোনো পাইপলাইন দিয়ে চলছিল।
নগরী ছাড়াও ভান্ডাল-জুড়ির পানি সরবরাহ প্রকল্পের মাধ্যমে বোয়ালখালী, পটিয়া ও আনোয়ারা তিন উপজেলায় নতুন করে ১৩৩ কিলোমিটার পাইপলাইন নেটওয়ার্ক স্থাপন করা হচ্ছে।
চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মড সার্কেল) মো. নুরুল আমিন টিবিএসকে বলেন, কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের কাজ চলাকালেও কিছু নতুন সংযোগ দেওয়া হয়েছে। সেগুলো নতুন পাইপলাইনের সঙ্গে যুক্ত করা হয়নি। পুরোনো পাইপলাইনের কারণে গ্রাহকরা পানি ঠিকমতো পাচ্ছেন না।
নতুন সংযোগগুলোকে নতুন পাইপলাইনের আওতায় নিয়ে আসার এবং মড-সংক্রান্ত সমস্যা সমাধানের কাজ চলছে বলে জানান তিনি।
ওয়াসার রাজস্ব বিভাগের তথ্যমতে, চট্টগ্রামে বর্তমানে ৯১ হাজারেরও বেশি সংযোগ রয়েছে। এর মধ্যে ৯৩ শতাংশ আবাসিক ও ৭ শতাংশ বাণিজ্যিক। নগরীর প্রায় ৩২ লাখ মানুষ সংস্থাটির সেবার আওতায় রয়েছে।