আবরার ফাহাদের স্মরণে বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগের হামলা
২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের আবাসিক হলে ছাত্রলীগের নেতা-কর্মীদের নির্যাতনে নিহত হওয়া আবরার ফাহাদের স্মরণে আজ শুক্রবার (৭ অক্টোবর) আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে হামলা করেছে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা।
আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালনের এ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসি এলাকায় অতর্কিত হামলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের অন্তত আটজন কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন সংগঠনটির ঢাবি শাখার সভাপতি আক্তার হোসেন।
ভারতের সাথে সরকারের চুক্তির সমালোচনা করে তার ফেসবুক পোস্টের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ-সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রলীগের বুয়েট ইউনিটের নেতা-কর্মীরা রুমে ডেকে এক পর্যায়ে পিটিয়ে হত্যা করে আবরারকে।
এ হত্যাকাণ্ডের ঘটনায় দেশ-বিদেশে প্রতিবাদের ঝড় ওঠে। আবরারের বাবা ১৯ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেন।
২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ আবরার ফাহাদকে হত্যার দায়ে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেয়।
এছাড়া বাকি পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
অভিযুক্ত ২৫ জনের সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মী। হত্যাকাণ্ডের পর প্রতিবাদের মুখে বিশ্ববিদ্যালয় এবং ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয় তাদের।
মামলাটি এখন হাইকোর্টে বিচারাধীন।