অপারেশন ডেভিল হান্ট: সারাদেশে গ্রেপ্তার আরও ৬০৭
গত রোববার (৯ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারাদেশে এক হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার গ্রেপ্তার হন ৩৪৩ জন।
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/10/arrest-tbs.jpg)
প্রতীকী। ছবি: সংগৃহীত
'অপারেশন ডেভিল হান্ট'-এর অংশ হিসেবে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৬০৭ জনকে গ্রেপ্তার করেছে। আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে শিক্ষার্থী ও জনতার ওপর হামলার জেরে পরদিন ৮ ফেব্রুয়ারি দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট শুরু হয়।
গত রোববার (৯ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারাদেশে এক হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করে। গতকাল সোমবার গ্রেপ্তার হন ৩৪৩ জন।