বঙ্গোপসাগরে দুই লাইটার জাহাজের সংঘর্ষ, ২ জনের মরদেহ উদ্ধার
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে দুটি লাইটার জাহাজের সংঘর্ষে 'এমভি সুলতান সানজা' নামের একটি জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় নিহত দুইজনের মরদেহ শুক্রবার সকালে উদ্ধার করেছে কোস্টগার্ড।
বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন কোস্টগার্ড চট্টগ্রাম জোনাল সদর দপ্তরের (পূর্ব জোন) স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার এম আশফাক বিন ইদ্রিস।
তিনি বলেন, বুধবার বিকেলে বহির্নোঙ্গরে দুটি লাইটার জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এমভি সুলতান সানজা নামের একটি জাহাজ ডুবে যায়। জাহাজটিতে থাকা ৯ নাবিকের মধ্যে ৩ জন সাঁতরে অন্য জাহাজে উঠলেও বাকি ৬ জন নিখোঁজ ছিলো। আজ ওই ৬ জনের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, চারজন নিখোঁজ আছে। এখনো মরদেহের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
লে. কমান্ডার এম আশফাক বিন ইদ্রিস জানান, গতকাল থেকে নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ডের ডুবুরিরা অভিযান চালাচ্ছে। কিন্তু তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।
এর আগে মঙ্গলবার রাতে কর্ণফুলী নদীর ইছানগর সি-রিসোর্স ডকইয়ার্ড ঘাট এলাকায় 'এমভি মাগফেরাত' নামের একটি ফিশিং ভ্যাসেল ডকে তুলতে গিয়ে দুর্ঘটনায় ডুবে যায়। ওই জাহাজে থাকা ২০ জনের মধ্যে ১৪ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও কেবিনে থাকা ৭ জন নিখোঁজ হন। ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষের অভিযানে চারজনের মরদেহ উদ্ধার হয় বৃহস্পতিবার।