চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির আগুন নিয়ন্ত্রণে
আজ সকালে চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রীয় জ্বালানি পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে আগুন লাগে, দুপুর ১২ টা ৪৫ মিনিটে নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট।
ঘটনাস্থলে থাকা চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া এ তথ্য নিশ্চিত করেচ বলেন, আশপাশের ৪ টি ইউনিটের ৮টি গাড়ির ফায়ার সার্ভিসের কর্মীরা দুপুরা ১২ টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি আরো বলেন, ইস্টার্ন রিফাইনারির মিটারিং সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়, সেখানে ১০ থেকে ১৫ শতাংশ খালি জায়গা জুড়ে বিভিন্ন পাইপ লাইন, মিটার রয়েছে, সেখান থেকেই আগুন লাগে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
এ বিষয়ে জানতে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: লোকমানের সাথে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি।
আজ সকাল ১০টার পর প্ল্যান্টের ট্যাংক ফার্মে আগুন লাগে। সাড়ে ১১টার দিকে একটি তেলের পাইপলাইনে আগুন লাগে।