বিআরটি প্রকল্পের গার্ডার ধসে দায়ী চীনা প্রতিষ্ঠান বাংলাদেশে আর কাজ পাবে না
বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার ধসে পাঁচজনের মৃত্যুর ঘটনায় দায়ী করা চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান বাংলাদেশে আর কোনো ধরনের কাজ করতে পারবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী।
এর আগে মন্ত্রণালয়ের তদন্তে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না গ্যাজহুবা গ্রুপ করপোরেশনকে দায়ী করা হয়েছিল।
ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, 'যখন অ্যাকসিডেন্ট ঘটে, তখন কাজটা ৭৯ শতাংশ শেষ। দেশের সংকট, টাকাপয়সা, সব বিবেচনায় নিয়ে নতুন করে দরপত্র আহ্বান করতে হলে আবার কয়েক বছর লেগে যাবে। যেহেতু ২০ শতাংশ কাজ বাকি, এরা এটা শেষ করুক। কিন্তু এদের বাংলাদেশে আর কোনো কাজ দেওয়া হবে না।'
গত ১৫ আগস্ট বিকেলে ঢাকার উত্তরায় ক্রেনে গার্ডার তোলার সময় তা একটি প্রাইভেট কারের ওপর পড়লে এক পরিবারের পাঁচজন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন দুইজন।
আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'আজকের মিটিংয়ের ফোকাস ছিল গাজীপুর। যেকোনো মূল্যে গাজীপুর ঠিক করতে হবে। শুধু একটা প্রকল্প আমাদের গলার কাঁটা হয়েছে। এটা গাজীপুর বাস র্যাপিড ট্রানজিট প্রকল্প।'
নিরাপদ সড়কের কর্মসূচিতে জোর দিয়ে তিনি বলেন, 'আমাদের নিরাপদ সড়কের কর্মসূচি খুব জরুরি হয়ে গেছে। আমরা যতই সাফল্য দেখাই না কেন, যেসব প্রকল্প এখন অপ্রয়োজনীয়, ঢাউস পরিকল্পনা নেওয়ার ব্যাপারে আমি বারণ করেছি।'
রিজার্ভ নিয়ে সরকার চিন্তিত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, 'আমাদের কিছু কিছু বিষয় আছে, আমরা খাদ্য নিয়ে কোনো বিপদে পড়ব, সেই সম্ভাবনা নেই। এরপরও আমরা আগাম চিন্তা করে রেখেছি। আমাদের রিজার্ভ যা আছে, এই রিজার্ভ দিয়ে পাঁচ-ছয় মাস চলার সুযোগ আছে।