ঢাকার বিভিন্ন এলাকায় আজ ৮ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হতে পারে
ঢাকার কয়েকটি এলাকার বাসিন্দারা আজ সোমবার (১৭ অক্টোবর) আট ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবেন।
সোমবার ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) এ সংক্রান্ত লোডশেডিংয়ের নতুন একটি সময়সূচি প্রকাশ করেছে।
ডেসকোর প্রকাশিত লোডশেডিং সূচির আওতাধীন অঞ্চলগুলো হলো- উত্তরা, গুলশান, বারিধারা, বসুন্ধরা, বনানী, বাড্ডা, উত্তরখান, দক্ষিণখান, আগারগাঁও, মিরপুর, কাফরুল, কল্যাণপুর, খিলক্ষেত, পল্লবী, রূপনগর ও টঙ্গী।
অন্যদিকে, ঢাকা পাওয়ার সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) আওতাধীন গ্রাহকরা ৪ থেকে ৬ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবেন।
লোডশেডিংয়ের সময়সূচি ডিপিডিসি এবং ডেসকোর ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গত ১১ অক্টোবর চলমান বিদ্যুৎ সংকটের সময় জনগণকে ধৈর্য ধরতে আহ্বান জানান। ঢাকা মহানগরীসহ সারাদেশে দৈনিক পাঁচ থেকে ছয় ঘন্টা লোডশেডিং হচ্ছে।
তিনি বলেন, বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতির জন্য জনগণকে নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী রোববার (১৬ অক্টোবর) বলেছেন, চলমান লোডশেডিংয়ের তাৎক্ষণিক কোনো সমাধান নেই, কারণ সরকার বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে প্রাথমিক জ্বালানি আমদানি কমিয়ে দিয়েছে।