খুলনায় বিএনপির সমাবেশের আগে আ.লীগের মহড়া
আগামীকাল শনিবার দিনব্যাপী খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের একদিন আগে সমাবেশ ও মহড়ায় নেমেছে খুলনা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো।
আজ শুক্রবার বিকেল ৪ টায় খুলনার শিববাড়ী মোড়ে আওয়ামী লীগের পক্ষ থেকে সমাবেশ করা হয়। পরে বিকেল ৫ টায় সেখান থেকে মিছিল আকারে বিএনপির সমাবেশ স্থল সোনালী ব্যাংক চত্বর অতিক্রম করে দলীয় কর্যালয়ে পৌঁছায় তারা।
এতে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ। উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত অধিকারীসহ অনেকে।
'সারাদেশ ব্যাপী বিএনপির সন্ত্রাস, জঙ্গীবাদ ও মিথ্যাচারের প্রতিবাদ'- শিরোনামের ব্যানারে সমাবেশের আয়োজন করে খুলনা জেলা ও মহানগর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনর রশীদ বলেন, 'এই দেশের যত উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের আমলে। উন্নয়ন করে শেখ হাসিনা, আর তাকে নিয়ে ষড়যন্ত্র করছে বিএনপি। শেখ হাসিনার যদি একটা পশমেওর ক্ষতি হয়, তাহলে বিএনপির অস্তিত্ব থাকবে না।'
তিনি আরও বলেন, 'সারা দেশব্যাপী রাজনৈতিক কর্মসূচির নামে বিএনপির মিথ্যাচার করছে। তাদের সতর্ক করে দিতে চাই, কোনো ষড়যন্ত্রে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যূত করা যাবে না।'
বিএনপির নেতারা দাবি করেছেন, আওয়ামী লীগের মিছিল যাওয়ার সময়ে বিএনপির কিছু ব্যানার ও পোস্টার ছিড়ে ফেলা হয়েছে।
এদিকে আওয়ামী লীগের সমাবেশ শেষ হওয়ার সাথে সাথে মঞ্চ তৈরির কাজ শুরু করেছে বিএনপি।
বিএনপির বিভাগীয় সমাবেশের মিডিয়া উপ-কমিটি আহবায়ক এহতেশামুল হক শাওন বলেন, 'নিরাপত্তার কথা চিন্তা করে পুলিশের পক্ষ থেকে আমাদের দেরীতে মঞ্চ বানাতে বলা হয়েছিল। তাই আমরা রাতে কাজ শুরু করেছি।'
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সমাবেশ বাস্তবায়ন কমিটির সমন্বয়ক শামসুজ্জামান দুদু বলেন, 'আওয়ামী লীগ যতই শক্তি দেখানোর মহড়া করুক, তাতে আমাদের কিছু যায় আসে না। আগামীকাল আমাদের সমাবেশে জনসমুদ্র হবে।'
তিনি আরও বলেন, 'আমাদের সমাবেশে যাতে লোক কম হয়, সে জন্য বাস, লঞ্চ বন্ধ করা হয়েছে। তবে আমাদের নেতাকর্মীরা পাঁয়ে হেটে সমাবেশে চলে আসছেন। পুলিশের পক্ষ থেকে গ্রেফতার আতঙ্ক চড়ানো হচ্ছে। গত এক রাতে ৫০ জনের বেশি নেতাকর্মী আটক হয়েছেন। এসব পুরানো খেলা, এগুলি করে বিএনপিকে দমানো যাবে না।'
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মাসুদুর রহমান ভুঁইয়া বলেন, 'আমরা বিএনপির কোন নেতাকর্মীদের গ্রেপ্তার করছি না। পুলিশের রুটিন ওয়ার্ক মোতাবেক পরোয়ানার আসামীদের গ্রেফতরা করা হচ্ছে। সমাবেশে জন্য আমাদের পক্ষ থেকে বিএনপিকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে।'