সিত্রাং: চট্টগ্রামে ট্রলার উল্টে মৃত ৮, ভেসে এলো ১ শিশুর লাশ
ঘূর্ণিঝড়ের সময় চট্টগ্রামের মিরসরাই এলাকায় বঙ্গোপসাগরে ট্রলার উল্টে ৮ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) রাত ১০টার দিকে মিরসরাই ইকোনমিক জোন এলাকায় বালু তোলার কাজে ব্যবহৃত ওই ড্রেজার ট্রলারটি উল্টে যায়।
ট্রলারে ৯ জন শ্রমিক ছিলেন। এরমধ্যে একজন উঠে আসলেও বাকি ৮ জন মারা যান। আজ তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ হারুন পাশা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "রাত ১০টার দিকে ট্রলার উল্টে ডুবে গেলেও আমাদের জানানো হয়েছে সকালে। ট্রলারে থাকা একজন শ্রমিক নিজেই উঠে এসেছেন। তিনি হাসপাতালে ভর্তি আছেন।
"তার কাছ থেকে জেনেছি, বালু তোলার ট্রলারে মোট ৯ জন ছিলেন। এখনো তাদের নাম পরিচয় বিস্তারিত জানা যায়নি," বলেন তিনি।
ভেসে এলো তিন মাস বয়সী শিশুর লাশ
এদিকে ঘূর্ণিঝড় সিত্রাং আঘাত হানার পর সীতাকুণ্ডের একটি শিপইয়ার্ডে ভেসে এসেছে তিন মাসের কন্যা শিশুর মরদেহ।
আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে কদমরসুল এলাকার আছোয়া শিপ ইয়ার্ডে (মিলন সাহেবের ইয়ার্ড) একটি শিশুর মরদেহ ভেসে আসে।
সীতাকুণ্ডের কুমিরা নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিদ্যুৎ কুমার বড়ুয়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "শিশুটির কোন ওয়ারিশ আসেনি। আনজুমানে মফিদুলের মাধ্যমে দাফন করা হবে। ভবিষ্যতে যদি কেউ দাবি করে এজন্য ডিএনএ সংরক্ষণ করা হবে।"