সিত্রাং: বাড়িতে ভেঙে পড়া ডাল কাটতে গাছে উঠে আটকা পড়লেন, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে গতকাল সোমবার রাতে সিত্রাংয়ের প্রভাবে ঝড়ো হাওয়ায় একটি গাছের ডাল ভেঙ্গে পড়েছিলো। নিজ বসতভিটের ওপর ভেঙ্গে পড়া ওই ডাল কাটতে আজ সকালে গাছের ৪০ ফুট উচ্চতায় চড়েন বাড়ির এক বাসিন্দা। কিন্তু গাছে চড়ে নিচে নামতে গিয়ে ওই যুবক পড়েন বিড়ম্বনায়।
পরিশেষে ফায়ার সার্ভিসের কর্মীদের ডাকা হয়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীদের ঘন্টাখানেক চেষ্টায় গাছের ৪০ ফুট উপর থেকে উদ্ধার করা হয়েছে তাকে।
ঘটনাটি ঘটেছে জেলার টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়নের বেশনাল গ্রামে। উদ্ধার করা যুবকের নাম মো. ফাহিম (২৩)। সে ওই গ্রামের হাবিবুর মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার রাতে সিত্রাংয়ের প্রভাবে ঝড়ো হাওয়া বয়ে যায় বেশনাল গ্রামে। এ সময় ওই গ্রামের হাবিবুর মিয়ার বসতভিটের সুউচ্চ একটি কড়ই গাছের ডাল ভেঙ্গে ঝুলে থাকে। পরদিন গতকাল সকাল ৬ টার দিকে হাবিবুরের ছেলে ফাহিম ঝুলে থাকা ডাল কাটতে গাছের উপর চড়েন।
এরপর ডাল কেটে আর নিচে নামতে গিয়ে বিপত্তি বাধে। ভয়ে নিচে নেমে আসতে পারছিলেন না তিনি। এতে গাছের উপর আটকা পড়ে যান। এ দৃশ্য দেখার জন্য হাবিবুরের বাড়ির গাছের নীচে ভীড় জমে যায়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের লিডার মো. মনিরুজ্জমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ সদস্যের একটি দল সকাল ৮ টার দিকে ঘটনাস্থলে পৌঁছান। এরপর ঘণ্টা খানেক চেষ্টা চালিয়ে গাছের ৪০ ফুট উপর থেকে তাকে উদ্ধার করতে সক্ষম হন।