সিত্রাং: সীতাকুণ্ড উপকূলে জোয়ারের পানিতে ভেসে আসা ৫০ মহিষ উদ্ধার
ঘূর্ণিঝড় সিত্রাংয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলীয় এলাকায় জোয়ারের পানিতে ভেসে এসেছে অর্ধশতাধিক মহিষ।
আজ মঙ্গলবার দুপুরে এই মহিষগুলো উদ্ধার করে পুলিশকে খবর দেয় স্থানীয় শিপইয়ার্ড কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুন্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, স্থানীয় বাসিন্দা ও শিপইয়ার্ডের মালিকরা প্রায় ৫০ টি মহিষ উদ্ধার করেছে।
ধারণা করা হচ্ছে ঝড় ও জলোচ্ছ্বাসের প্রভাবে মহিষগুলো উপকূলীয় কোন ডেইরি ফার্ম অথবা চর এলাকা থেকে জোয়ারের পানিতে ভেসে এসেছে।
স্থানীয়রা জানায়, আজ দুপুরে জোয়ারে পানিতে উপজেলার সোনাইছড়ি ও কুমিরা ইউনিয়নের বিভিন্নস্থানে ভেসে আসে মহিষগুলো। শিপইয়ার্ডের কর্মচারীরা ও স্থানীয় ব্যক্তিরা মহিষগুলো উদ্ধার করে। পরে পুলিশকে খবর দেন তারা।
কবির স্টিল লিমিটেড শিপইয়ার্ডের মিডিয়া এডভাইজার মিজানুল ইসলাম বলেন, গতকাল রাতে বন্যার পানিতে ভেসে যাওয়া ১০টি মহিষকে উদ্ধার করেছি।
এখন তাদের খাবার এবং প্রাথমিক চিকিৎসাও দেওয়া হচ্ছে। এলাকাবাসীও কয়েকটি মহিষ উদ্ধার করেছে।
সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির আহমেদ বলেন, চারটি ইয়ার্ডে প্রায় অর্ধশত মহিষ জোয়ারের পানিতে ভেসে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মহিষগুলো সন্দ্বীপ ও উরকিরচর এলাকা থেকে ভেসে আসতে পারে।