বাড়ি দখলের বিচার না পেয়ে ৩ সন্তানসহ আত্মহত্যার চেষ্টা
বাড়ি দখলের বিচার না পেয়ে গায়ে কেরোসিন ঢেলে তিন সন্তানসহ আত্মহত্যার চেষ্টা করেছেন এক নারী।
আজ সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তারা সুস্থ আছেন বলে ঢামেক পুলিশ জানিয়েছে।
ঘটনাটি টিবিএসকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই শহীদ।
৩৫ বছর বয়সী শিরিন খানের বাড়ি নারায়ণগঞ্জে। তার তিন সন্তানের বয়স ১৬, ১০ ও ৩ বছর।
এর আগেও কয়েকবার এরকম আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। দুই দিন আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেন।
তার দাবি, নারায়ণগঞ্জের স্থানীয় আওয়ামী লীগ নেতা তার বাড়ি-জমি দখল করেছে।
তিনি বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা হান্নান দীর্ঘদিন ধরে তাকে বাড়ি ছাড়তে চাপ দিচ্ছিলেন। তার নামে মামলা করেছেন এ নেতা। গত দুই মাস ধরে শিরিন খান তার পরিবার নিয়ে বাড়ি যেতে পারছেন না।
এসআই তাকে উদ্ধৃত করে জানান, স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে তার (ওই নারীর) বাড়ি বাঁচানোর বিষয়ে বিচার না পেয়ে ওই নারী হতাশ হয়ে পড়েন।