ইসিতে নিবন্ধনে আগ্রহী দল বাড়ল ১৮টি: আছে ‘গরীব পার্টি’ ও ‘সৎ, সংগ্রামী ভোটার পার্টি’ নামের দল
ইলেকশন কমিশনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন নিতে আগ্রহী দল বাড়ল আরও ১৮টি। গতকাল পর্যন্ত দল ছিল ৮০টি দল। তাই নিবন্ধনে আগ্রহী মোট দলের সংখ্যা দাঁড়াল ৯৮টিতে।
নতুন ১৮টি দলের মধ্যে আছে বাংলাদেশ গরীব পার্টি, বাংলাদেশ সৎ সংগ্রামী ভোটার পার্টি, ফরোয়ার্ড পার্টি, রাজনৈতিক আন্দোলন, স্বদেশ কল্যাণ কর্মসূচী, বাংলাদেশ ফরায়েজী আন্দোলন।
যদিও রবিবার নিবন্ধনের আবেদন করার শেষ দিন ছিল, কিন্তু আজ সোমবার হঠাৎ আঠারোটি দল বাড়িয়ে একটা তালিকা প্রকাশ করে ইসি।
এই ব্যপারে জানতে চাইলে ইসি সিনিয়র সহকারী সচিব রওশন আরা বেগম বলেন, এই দলগুলো গতকাল শেষ বেলায় আবেদন জমা দেয়। তাই কালকের সর্বশেষ তালিকায় তাদের নাম আসেনি।
তিনি বলেন, 'আবেদনের সাথে দলগুলো যে কয়েক হাজার পৃষ্ঠার ডকুমেন্ট দেয়, তা সব গুনে নিতে হয়। শেষ সময়ে দেয়াতে, এই দলগুলোর ডকুমেন্ট গুনে সম্পন্ন করে এন্ট্রি করা যায়নি। আজ সম্পন্ন করে পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে।'