ধান গবেষণা ইনস্টিটিউটে এগ্রি-টেকনোলজি পার্কের উদ্বোধন
জাপানি কোম্পানি ইয়ানমার এসিআই মোটরসের সহযোগিতায় একটি এগ্রি-টেকনোলজি পার্ক স্থাপন করছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে।যেখানে ইয়ানমারের আধুনিক ট্রাক্টর, হারভেস্টার, রাইস ট্রান্সপ্লান্টার, সিডিং মেশিন ও পটেটো হারভেস্টার মেশিন প্রদর্শিত হবে এবং এসব যন্ত্র নিয়ে গবেষকরা গবেষণা করতে পারবে।
একই সঙ্গে প্রায় আড়াইশো কোটি টাকা বিনিয়োগে এসিআইয়ের মানিকগঞ্জে স্থাপিত কৃষি যন্ত্র সংযোজন কারখানার উৎপাদন সক্ষমতা বৃদ্ধির ঘোষণা দিয়েছে এসিআই।
এসিআই বলছে জাপানি প্রতিষ্ঠান ইয়ানমারের প্রযুক্তি এবং উদ্ভাবন ব্যবহার করে বছরে এক হাজার কম্বাইন্ড হারভেস্টার সংযোজন করা হচ্ছে। পাঁচ বছরের মধ্যে এই উৎপাদন সক্ষমতা পাঁচ হাজারে নিয়ে যাওয়া হবে।
এসিআই মোটরসের ম্যানেজিং ডিরেক্টর এফ এইচ আনসারী জানান, 'বাংলাদেশে মূলত টেকনোলজি পার্কটা করা হচ্ছে কৃষি যন্ত্রের গবেষণা ও প্রদর্শনীর জন্য। এছাড়া আমরা ইয়ানমার এর সহযোগিতায় আমাদের কৃষি যন্ত্র প্রস্তুতকারী কারখানার সক্ষমতা বৃদ্ধি করব।'
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, 'দেশব্যাপী কৃষি উৎপাদনে শ্রমিকের ঘাটতি রয়েছে। এ অবস্থায় উৎপাদন ধরে রাখতে আমরা ফার্ম মেকানাইজেশনের দিকে গুরুত্ব দিচ্ছি। যা কৃষির বাণিজ্যিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, 'বাংলাদেশ এগ্রি-টেকনোলজির উৎপাদনে জাপান ও বাংলাদেশের দুটি কোম্পানির কোলাবরেশন ভালো কিছু বয়ে আনবে। যাতে করে বাংলাদেশ স্মার্ট এগ্রিকালচার প্রোডাকশনের দিকে যেতে পারে।'
মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে টেকনোলজি পার্কের উদ্বোধন করা হয়।