এ সপ্তাহে ঢাকা দক্ষিণে গ্যাস সংকট দেখা দিতে পারে
বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ গ্যাস সঞ্চালন পাইপলাইনের পরিদর্শন কাজের কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কিছু অংশে গ্যাস সরবরাহ ব্যাহত বা নিম্নচাপ দেখা দিতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এই পাইপলাইনে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) ইন্টেলিজেন্ট পিগিং পরিচালনা করবে। ৬০-কিলোমিটার দীর্ঘ উচ্চ-চাপের গ্যাস পাইপলাইনে পাইপের ভেতরের দেয়ালে ক্ষয় বা অন্যান্য সমস্যার বিষয়ে তথ্য সংগ্রহ করতে এ পরিদর্শন চালানো হবে।
আজ জারি করা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩০ ইঞ্চি ব্যাসের পাইপলাইন পরিদর্শন কাজ চলবে ৬ থেকে ১২ নভেম্বর।
বিবৃতিতে যোগ করা হয়েছে, "ঢাকা মহানগরীর দক্ষিণাঞ্চল - জিনজিরা, কেরানীগঞ্জ, মেঘনাঘাট, সোনারগাঁও, হরিপুর, নারায়ণগঞ্জ, ফতুল্লা এবং মুন্সিগঞ্জ - তিতাস গ্যাস পরিষেবার এলাকার মধ্যে অবস্থিত এলাকাগুলো অসুবিধার সম্মুখীন হতে পারে।"