প্রতি ইউনিট গ্যাসের মূল্য ৩০ টাকা বহাল রাখার প্রস্তাব প্লাস্টিক পণ্য উৎপাদক-রপ্তানিকারকদের
প্রতি ইউনিট গ্যাসের মূল্য ৩০ টাকা বহাল রাখার প্রস্তাব করেছে বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফেকচারস অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ)।
আজ রোববার (১২ জানুয়ারি) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সভাপতি শামীম আহমেদ বলেন, দেশে শিল্পায়ন ও বিনিয়োগের স্বার্থে প্রতি ইউনিট গ্যাসের মূল্য ৩০ টাকা বহাল রাখার প্রস্তাব করছে অ্যাসোসিয়েশন।
তিনি বলেন, সরকারকে গ্যাসের মূল্য বাড়ানোর বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত। গ্যাসের দাম বাড়লে উৎপাদন খরচ বাড়বে, যা মুদ্রাস্ফীতিকে আরও বাড়িয়ে দিতে পারে।
জ্বালানি বিভাগের অনুমোদন নিয়ে দাম বাড়াতে গত সোমবার (৬ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। এতে প্রতি ইউনিট গ্যাসের দাম ৩০ টাকা ৭৫ পয়সা থেকে বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব করা হয়েছে।
সংবাদ সম্মেলনে গ্যাস ও এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) বিষয়ক বেশ কয়েকটি প্রস্তাব তুলে ধরেন।
এসব প্রস্তাবের মধ্যে রয়েছে- নতুন গ্যাস কূপ খননে বিনিয়োগ বাড়ানো ও বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া, সংকট সমাধানের জন্য এলএনজি আমদানির ওপর থেকে শুল্ক ও কর প্রত্যাহার করা।