শীতলক্ষ্যা নদীতে বুয়েট ছাত্রের মৃতদেহ, খুন করা হয়েছে বলে ধারণা চিকিৎসকের
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশকে খুন করা হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসক।
নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর এলাকার কাজী নুরুদ্দিন রানার ২৪ বছর বয়সী ছেলে ফারদিন তিন দিন আগে নিখোঁজ হন।
মেধাবী এই ছাত্র বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
গতকাল (৭ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদীর বনানী ঘাট এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
পরে পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে আলাপকালে হাসপাতালের আরএমও শেখ ফরহাদ হোসেন বলেন, তারা নিহতের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন পেয়েছেন।
"ফারদিন নূর পরশের শরীরের বিভিন্ন জায়গায় যে পরিমাণ আঘাতের চিহ্ন দেখা গেছে, তাতে নিশ্চিত (প্রাথমিকভাবে) এটি হত্যাকাণ্ড," বলেন তিনি।
৪ নভেম্বর রাজধানীর ডেমরা থানার কোনাবাড়ি এলাকার নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি ফারদিন। তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি।
বুয়েট ডিবেট সোসাইটির সাধারণ সম্পাদক ছিল ফারদিন। ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ডিবেট চেম্পিয়নশিপে অংশ নিতে আগামী জানুয়ারিতে তার স্পেন যাওয়ার কথা ছিল।
ফারদিনের পরিবার ধারণা করছে, তার মেধার কারণে ঈর্ষান্বিত হয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
নিহত ফারদিনের বাবা নূর উদ্দিন জানিয়েছেন, নিখোঁজের একদিন পর ৫ নভেম্বর রামপুরা থানায় একটি জিডি করা হয়।
আজ দুপুরে বুয়েটে ফারদিনের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।