শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দুই দিন ধরে বিদ্যুৎ নেই
বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকটি ওয়ার্ডে দুদিন ধরে বিদ্যুৎ নেই। বুধবার সকাল থেকে হাসপাতালের তিনটি ওয়ার্ডের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে জানান ওয়ার্ডের রোগীরা।
ওয়ার্ডগুলো হলো সার্জারি ৩ ও ৪ ব্লক জি (পুরুষ), চক্ষু ব্লক আই (পুরুষ) ও ব্লক জি সার্জারি- ১ (পুরুষ)।
বিদ্যুৎ সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা।
'ওয়ার্ডে আলো না থাকায় আমরা অন্ধকারে ওয়াশরুমে যেতে পারছি না' জানান সার্জারি ওয়ার্ডের একজন রোগীর সঙ্গে আসা নাইমুল ইসলাম।
নাম প্রকাশে অনিচ্ছুক সার্জারির একজন ডাক্তার বলেন, 'আলোর অভাবে আমরা রোগীদের সহজে ইনজেকশনও দিতে পারছি না। বিদ্যুৎ ছাড়া কাজ করা আমাদের জন্য খুবই কঠিন।'
আরেক চিকিৎসক দাবি করেন, হাসপাতালের ওয়ার্ডে বিদ্যুৎ না থাকলেও কোটি টাকা দিয়ে গেট তৈরি করা হচ্ছে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণ রোগীরা জানেন না। তাদের বলা হয়েছে কারগরি ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যহত আছে।
বৃহস্পতিবার রাতে ওয়ার্ডে গিয়ে রোগীদের চার্জার ও মোমবাতি ব্যবহার করতে দেখা গেছে।
'আমরা আজ বিদ্যুৎ পাব ভেবে গত রাতও একইভাবে পার করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত আজ বৃহস্পতিবারও আমরা বিদ্যুৎ পাইনি', বলেন শফিকুল ইসলাম নামে ওই ওয়ার্ডের একজন রোগী।
'ওয়াশরুমে যাওয়ার জন্য চার্জার বা মোমবাতি নিয়ে আসতে হয়', বলেন তিনি।
ডাক্তার ও নার্সদেরও চার্জার লাইটের স্বল্প আলোতে কাজ করতে দেখা গেছে, যা তাদের জন্য খুবই কঠিন।
এত কম আলোতে কাজ করলে যেকোনো ভুল বা দুর্ঘটনা ঘটতে পারে বলে অভিযোগ করেন তারা।
এ বিষয়ে জানতে হাসপাতালের পরিচালক চিকিৎসক সাইফুল ইসলামকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তাকে টেক্সট বার্তা পাঠানো হলেও তিনি উত্তর দেননি।
শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল বিভাগের একমাত্র বিশেষায়িত হাসপাতাল। এখানে সাধারণত দুই হাজার রোগী ভর্তি থাকে।