এনআইডির কর্তৃত্ব ধরে রাখতে এবার রাষ্ট্রপতিকে চিঠি দেবে ইসি
নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সকল পরিষেবার কর্তৃত্ব নিজেদের অধীনে ধরে রাখতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে চিঠি দেওয়া হবে।
সোমবার (১৪ নভেম্বর) রাজধানীর আগারগাওঁয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
এসময় তিনি বলেন, নির্বাচন কমিশনের যে অফির্সাস সমিতি (বিইসিওএ) আছে, 'তারা আমাদের কাছে আবেদন দিয়েছিল। আমরা বলেছি, এটা মহামান্য রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেব'।
জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত পরিষেবা দানে কমিশনের কর্তৃত্ব ধরে রাখার ইচ্ছের বিষয়ে তিনি বলেন, "আমরা চাইব এটা আমাদের কাছে থাকুক। আমরা তো কোনো পক্ষ হতে পারি না। নির্বাচন কমিশন চাইবে সবাইকে নিয়ে কাজ করতে। এজন্য তিনি (রাষ্ট্রপতি) যা ভালো মনে করবেন– সে রকম সিদ্ধান্ত নেবেন।…এটা এখানে থাকার কতগুলো ভালো দিক আছে। আমরা চিন্তা করেছি মহামান্য রাষ্ট্রপতি যেহেতু রাষ্ট্রের প্রধান, আমাদেরও অভিভাবক, সরকারেরও অভিভাবক। ওনার কাছে আমরা পাঠিয়ে দেব। উনি যেটা ভালো মনে করবেন– সেটা করবেন।"
২০০৬ সাল থেকে নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্রের কাজ করে আসছে উল্লেখ করে তিনি বলেন, 'এনিয়ে আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে। একটা প্রশিক্ষিত জনবল তৈরি হয়েছে। কর্তৃত্ব এখানে থাকলে নতুন করে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সুযোগ নেই। এটা নিয়ে গেলে সরকারকে নতুন করে জনবল এবং টেকনিক্যাল অবকাঠামো করতে হবে। সেজন্য খরচের ব্যাপার আছে; এটি সময়সাপেক্ষও।'
সরকার এনআইডি পরিষেবার সকল কতৃত্ব নিলে নির্বাচনে ভোটে কোনো প্রভাব পড়বে কিনা– জানতে চাইলে কমিশনার আলমগীর বলেন, 'আমরা তো এটা ভোটার আইডি কার্ড হিসেবেও দিয়েছি। পরে এটাকে জাতীয় পরিচয়পত্র নামকরণ করা হয়। সরকার যদি কর্তৃত্ব কমিশনের কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যায় তাহলে আমরা ভোটার কার্ড ইস্যু করব'।