নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত-শিবিরের ৬৬ নেতাকর্মী গ্রেপ্তার
নাশকতার পরিকল্পনার অভিযোগে রাজধানীর সাভার থেকে জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ইসলামী ছাত্র শিবিরের ৬৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ভাকুর্তা ইউনিয়নের একটি আবাসন প্রকল্পের ভেতরে জামায়াতে ইসলামীর এক রুকন সম্মেলন থেকে তাদের আটক করা হয়।
৬৬ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নাশকতার পরিকল্পনার সময় তাদেরকে আটক করা হয়েছে।
"তাদের কাছ থেকে বিস্ফোরক দ্রব্য, লিফলেটসহ উল্লেখযোগ্য আলামত জব্দ করা হয়েছে," বলেন ওসি।
তবে পুলিশের পক্ষ থেকে আটকদের পরিচয় এবং জব্দকৃত আলামতের বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।