নান্দনিকতা বাড়ছে দেশীয় সিরামিকসে, মেলায় ভিড় দর্শনার্থীদের
দেশে অবকাঠামো উন্নয়নের সঙ্গে বড় হচ্ছে সিরামিকসের বাজার। রাজধানীতে চলমান তিন দিনের সিরামিক এক্সপোতে নতুন নতুন ডিজাইনের পণ্য প্রদর্শন করে বিদেশি ব্র্যান্ডকে হটিয়ে ক্রেতাদের টানছে দেশীয় কোম্পানিগুলো।
আকিজ সিরামিকসের সিনিয়র এক্সিকিউটিভ মো. ফিরোজুল রহমান বলেন, "আমরা এক্সপো উপলক্ষ্যে টাইলস ও বেসিনসহ বিভিন্ন পণ্যের ক্ষেত্রে বেশ কয়েকটি নতুন পণ্য নিয়ে এসেছি। এক্সপোতে আসা দর্শনার্থীদের থেকে বেশ ভালো রেসপন্স পাচ্ছি এবং তারা আমাদের প্রডাক্টগুলোর ভালো রিভিউ দিচ্ছেন।"
"আমরা আমাদের গ্রাহকদের রেসপন্সের ভিত্তিতে অত্যাধুনিক ডিজাইন তৈরি করেছি। যেমন- আমাদের নতুন বেসিনগুলোর মধ্যে একটিতে পা ধোয়ার সুবিধা রয়েছে। একইভাবে, বিভিন্ন বৈশিষ্ট্য, আকার, রঙ এবং ডিজাইনে পণ্যগুলো তৈরি করা হয়েছে," বলেন তিনি।
তুষার সিরামিকসের রেজওয়ান কবির টিবিএসকে বলেন, "অন্য বছরের চেয়ে এবার প্রায় দ্বিগুণ বেশি সারা পাচ্ছি। ২০২০ সালে আমাদের উৎপাদিত টাইলসের শতভাগই বিক্রি হয়েছে। বাজারে আমাদের পণ্যের চাহিদা রয়েছে।"
মেলাতে অংশ নেওয়া সিবিসি টাইলসের এক্সিকিউটিভ (সেলস ও মার্কেটিং) মো. সোহাগ হোসেন টিবিএসকে বলেন, "এবছর এক্সপোতে মানুষের বেশ ভালো সাড়া পাচ্ছি। সবার মতো আমরাও শুধু প্রদর্শনী রেখেছি।"
শুক্রবার মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকাসহ আশপাশের জেলাগুলো থেকে দর্শনার্থীরা আসছেন। প্রায় ২০০ টি বেশি দেশি-বিদেশি ব্র্যান্ডের সিরামিক পণ্য নিয়ে 'সিরামিক এক্সপো বাংলাদেশ-২০২২' চলছে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি)। তিনদিনব্যাপি এ মেলার দ্বিতীয় দিন শুক্রবার দেশি-বিদেশি ক্রেতা-বিক্রেতা আর দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয় বাংলাদেশসহ বিশ্বের ১৫টি দেশের বিভিন্ন ব্র্যান্ডের স্টলগুলো।
আয়োজকরা জানান প্রস্তুতকারক, রপ্তানিকারক ও সরবরাহকারীরা তাদের নতুন পণ্য, আধুনিক প্রযুক্তি এবং নিজেদের দক্ষতা বিশ্বব্যাপী তুলে ধরার সুযোগ পাচ্ছেন এই এক্সপোর মাধ্যমে। এক্সপোতে দেশীয় সিরামিক পণ্য বাজারজাতকরণের পাশাপাশি, ব্যবহারে সচেতনতা বাড়ানো হচ্ছে। সেইসঙ্গে রয়েছে স্পট অর্ডারের সুযোগ।
মেলার সুপারভাইজার তারিকুল ইসলাম খান টিবিএসকে বলেন, প্রথম দিনে আড়াই হাজারের মতো দর্শনার্থী এসেছিলেন। ২য় দিনে বিকাল পর্যন্ত প্রায় দশ হাজার দর্শনার্থী এসেছেন। এবারের উপস্থিতি আগের দুইবারের তুলনায় অনেক বেশি বলেও উল্লেখ করেন তিনি।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে আলাপকালে বেশ কয়েকজন দর্শনার্থী জানান, অনেক বিকল্পের মধ্য থেকে নিজেদের পছন্দ সই পণ্যটি তারা বেঁছে নিতে এসেছেন। তাদেরকে বেশ আগ্রহের সঙ্গে স্টলগুলোতে দেশি-বিদেশি ব্র্যান্ডগুলোর সাজানো নিত্য-নতুন সিরামিক পণ্যগুলো ঘুরে দেখতে দেখা যায়।
বাড্ডা থেকে আসা সায়মা হক বলেন, "এখানে দেশ-বিদেশের অনেক ব্র্যান্ড রয়েছে। আমি ব্যক্তিগতভাবে স্থানীয় ব্র্যান্ড পছন্দ করি। এগুলোর মধ্যে অনেক ব্র্যান্ডই, বিশেষ করে আকিজ এবং মীর সাশ্রয়ী মূল্যে নতুন ডিজাইনের পণ্য নিয়ে এসেছে।"
পণ্য দেখছিলেন কিবরিয়া হোসেন নামের একজন খুচরা বিক্রেতা। টিবিএসকে তিনি বলেন, "মাঝেমধ্যে গ্রাহকরা আমার দোকানে এসে নতুন ডিজাইনের টাইলস চান, কিন্তু আমি তা দিতে পারি না।"
"মেলায় আমি কিছু ব্র্যান্ডকে মনোরম ডিজাইনের পণ্য প্রদর্শন করতে দেখেছি, যা গ্রাহকরা নিঃসন্দেহে কিনবেন। আমি এখানে বেশ কয়েকটি নতুন ব্র্যান্ডের সঙ্গেও পরিচিত হয়েছি। এটি আমাকে বিভিন্ন ধরনের পণ্যের উৎস খুঁজে পেতেও সাহায্য করবে," যোগ করেন তিনি।
টিবিএসের সঙ্গে আলাপকালে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইরফান উদ্দিন বলেন, দেশে ইতোমধ্যে সিরামিক, টেবিলওয়্যার, টাইলস ও স্যানিটারি ওয়্যারের ৭০টির বেশি কারখানা গড়ে উঠেছে। এগুলোর বার্ষিক টার্নওভার প্রায় ৭ হাজার কোটি টাকা।
এছাড়া, গত ১০ বছরে সিরামিক খাতের উত্পাদন ২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি।