ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।
আজ (৭ জানুয়ারি) সকাল ৭টা ৫ মিনিটে চীন-নেপাল সীমান্তের কাছাকাছি ৭.১ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) জানিয়েছে, নেপালের সীমান্তবর্তী এবং ঢাকা থেকে ৬১৮ কিলোমিটার দূরে চীনের জিজাং ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল।
নেপাল, ভুটান, ভারতের পাশাপাশি বাংলাদেশেও কম্পন অনুভূত হয়েছে।