সংকটের সময়ে জরুরি সেবা প্রদানকারীদের জন্য স্যাটেলাইট ফোন: মোস্তাফা জব্বার
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, সংকটের সময়ে টেলিযোগাযোগ সংযোগ নিশ্চিত করতে জরুরি সেবা প্রদানকারীরা স্যাটেলাইট ফোন পাবেন।
সোমবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) প্রধান কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, "সংকটের সময় বিভিন্ন সেবা প্রদানকারীকে টেলিযোগাযোগ সেবার সঙ্গে যুক্ত রাখতে স্যাটেলাইট ফোন ক্রয় করা হবে।"
তিনি জানান, সশস্ত্র বাহিনী, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার কাছ থেকে কত সংখ্যক স্যাটেলাইট ফোন প্রয়োজন তা ইতিমধ্যেই জেনেছে সরকার।
মন্ত্রী বলেন, "শীঘ্রই এটি চূড়ান্ত করা হবে।"