‘গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস’ উপাধিতে ভূষিত হলেন প্রধানমন্ত্রী
'গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস' উপাধিতে ভূষিত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত বিশ্ব ডায়াবেটিস কংগ্রেস (আইডিএফ) ২০২২ উপলক্ষে আয়োজিত উৎসবে প্রধানমন্ত্রীকে এ উপাধি দেওয়া হয়।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) প্রধানমন্ত্রীকে এই পুরস্কার প্রদান করা হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর পক্ষে পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান এ পুরস্কার গ্রহণ করেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন হলো ১৭০টি দেশ ও অঞ্চলে ২৩০টির বেশি জাতীয় ডায়াবেটিস সমিতির সম্মিলিত একটি সংগঠন। ডায়াবেটিসে আক্রান্ত ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের প্রতিনিধিত্ব করে ব্রাসেলসভিত্তিক এই সংস্থা।