গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পেলো বিএনপি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপিকে ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশ করার অনুমোদন দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ইমরান সালেহ প্রিন্স এ তথ্য জানান।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সংবাদ প্রতিবেদকদের জানান, "ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে আমাদেরকে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।"
বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানান, গোলাপবাগ মাঠ ও আশপাশের এলাকায় তাদের সমাবেশ উপলক্ষে পুলিশ নিরাপত্তা দেবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা বলেছি নেতাকর্মীদের মুক্তি দিতে এবং নতুন করে কাউকে গ্রেপ্তার না করতে। পুলিশ বলেছে, মুক্তির বিষয়টি আদালতের মাধ্যমে হবে।"
বিএনপি মহাসচিবের এ আইনজীবী আরও বলেন, "আমরা আশা করি, বিএনপির মহাসচিব জামিনে মুক্ত হবেন। তিনি আগের সব মামলায় জামিনে রয়েছেন।"
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) খন্দকার গোলাম ফারুক গোলাপবাগ মাঠ পরিদর্শন করেছেন।
দুপুরে তিনি মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
কমিশনার বলেন, "ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আমরা এখানে এসেছি। সার্বিক বিষয়গুলো দেখলাম, শুনলাম। এখন এসব বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। পরবর্তীতে তারা যেভাবে সিদ্ধান্ত দেবেন সেভাবেই ব্যবস্থা গ্রহণ করা হবে।"
সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, "মূলত বিএনপির পক্ষ থেকে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতের বৈঠকে এ মাঠের প্রস্তাব ছিল। এ কারণেই এখানে আসা।"
এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১০ ডিসেম্বরের সমাবেশের স্থান চূড়ান্ত করতে শুক্রবার ডিএমপির সঙ্গে দেখা করে বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধি দল।
ডিএমপি কমিশনারের সঙ্গে গতকালের বৈঠকে ঢাকায় সমাবেশের জন্য নয়াপল্টনের বিকল্প ভেন্যু হিসেবে কমলাপুর স্টেডিয়ামের প্রস্তাব করেছিল বিএনপি। তবে বিকল্প হিসেবে মিরপুর সরকারি বাংলা কলেজের মাঠে সমাবেশের প্রস্তাব দেয় ডিএমপি।