রাজধানীতে পাহারায় ছিল আওয়ামী লীগ, ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল সমাবেশ
ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে দলটিকে প্রতিহত করতে শুক্রবার (৯ ডিসেম্বর) মাঠে ছিল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দিনভর ঢাকার প্রায় সব পাড়া-মহল্লায় সতর্ক পাহারার পাশাপাশি মিছিল করেছে দলটির বিভিন্ন অঙ্গ সংগঠন।
ঢাকার বিভিন্ন প্রবেশমুখে পুলিশের পাশাপাশি অস্থায়ী ক্যাম্প বসিয়েছে আওয়ামী লীগও।
আজ শনিবারও মাঠে অবস্থানের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতারা।
শুক্রবার পূর্ব ঘোষিত একটি কর্মসূচিতে যোগ দিতে মহানগর নাট্য মঞ্চে জড়ো হয় ঢাকা মহানগর দক্ষিণের বিপুল সংখ্যক নেতাকর্মী। এই সমাবেশে যোগদানের আগে ও পরে ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটি ওয়ার্ডে মিছিল করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তারা বিএনপি-জামায়াত বিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং বিএনপির বিভাগীয় সমাবেশ কেন্দ্র করে কোনো নাশকতার পরিকল্পনা থাকলে তা নশ্চাৎ করারও ঘোষণা দেন।
এদিকে ঢাকা মহানগর উত্তরের কোনো সমাবেশ না থাকলেও, প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছে বলে জানান মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।
তিনি বলেন, "আমরা সকাল থেকেই ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন গুরুত্ব পয়েন্টে অবস্থান নিই। পরবর্তীতে প্রতিটি ওয়ার্ডে বিএনপির নাশকতা বিরোধী মিছিল করা হয়। শনিবারও আমরা একইভাবে অবস্থান নেব। যাতে করে বিএনপি রাজধানীতে কোনো নাশকতা না করতে পারে।"
১০ ডিসেম্বর শনিবর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের প্রতিটি জেলা, উপজেলা, ওয়ার্ড ও মহল্লায় পাহারায় থাকার নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।
এদিকে বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে ঢাকা উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক এবং দুই সিটির মেয়রদের সঙ্গে কেন্দ্রীয় আওয়ামী লীগের যৌথসভায় নেতা-কর্মীদের পাহারায় থাকার নির্দেশ দেন ওবায়দুল কাদের।
এছাড়াও দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী, ইতোমধ্যে সারাদেশের নেতা-কর্মীদের প্রস্তুত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে আওয়ামী লগের পক্ষ থেকে।