১৩ ডিসেম্বর দেশব্যাপী বিএনপির বিক্ষোভ-গণমিছিলের ঘোষণা
নেতাকর্মীদের ওপর আক্রমণ ও গ্রেপ্তারের প্রতিবাদে আগামী ১৩ ডিসেম্বর ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে গণমিছিল ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
এছাড়াও ১০ দফা দাবি পূরণে ২৪ ডিসেম্বরও দেশের প্রধান শহরগুলোতে গণমিছিল আয়োজনের কথা জানিয়েছেন বিএনপি-র স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগে দলের সমাবেশে বক্তব্য প্রদানকালে বিএনপি নেতা এই ঘোষণা দেন।
সংসদ ভেঙে দেওয়াসহ ১০ দফা দাবির ঘোষণা দিয়ে বিভাগীয় সমাবেশ শেষ করেছে বিএনপি।
সমাবেশে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির মোট সাতজন সংসদ সদস্য পদত্যাগের ঘোষণা দেন।