স্পিকারকে পদত্যাগপত্র জমা দিলেন বিএনপির ৭ সংসদ সদস্য
জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির ৭ সংসদ সদস্য।
দলটির পাঁচ সংসদ সদস্য সকাল ১১টার দিকে সংসদে সরাসরি গিয়ে পদত্যাগপত্র জমা দেন। বাকিরা বিএনপির হুইপের মাধ্যমে পদত্যাগপত্র দেন।
পদত্যাগকারী সংসদ সদস্যরা হলেন: মো. জাহিদুর রহমান, ঠাকুরগাঁও-৩; মো. মোশারফ হোসেন, বগুড়া-৪; গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৬; মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-২; মো. হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-৩; আবদুস সাত্তার ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া-৩; এবং রুমিন ফারহানা, মহিলা সংরক্ষিত আসন।
শনিবার গোলাপবাগ মাঠে দলের সমাবেশে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। এদিন ই-মেইলের মাধ্যমে সংসদ সদস্যরা পদত্যাগপত্র পাঠান।
উল্লেখ্য, এর আগে ১৯৯৪ সালে বিরোধী দল আওয়ামী লীগ, জামায়াত এবং জাতীয় পার্টির ১৫৪ জন সংসদ সদস্যের মধ্যে ১৪৭ জনই খালেদা জিয়া সরকারকে ক্ষমতাচ্যুত করতে পদত্যাগ করেছিলেন।
এদিকে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করলে সংসদ অচল হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, 'আমাদের অনেক আইনপ্রণেতা রয়েছে। সংসদে ৪৫ জনের বেশি বিরোধী দলীয় এমপিও রয়েছে। তাই আপনাদের সাতজন চলে গেলে জাতীয় সংসদ অচল হয়ে যাবে এমনটা ভাবার কোনো কারণ নেই।'
শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত বিভাগীয় গণসমাবেশ থেকে ১০ দফা ঘোষণা করেছে বিএনপি।
গত কয়েক মাস ধরে বিএনপি যেসব দাবি জানিয়ে আসছিল, সেগুলোই স্থান পেয়েছে এই ১০ দফায়। নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন/তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনা, ইভিএম বাতিল করা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার বাতিল করা প্রভৃতি রয়েছে বিএনপির ১০ দফা দাবিতে।