বিএনপি এমপিদের পদত্যাগে শূন্য হওয়া আসনে উপনির্বাচন, তফসিল ঘোষণা ১৮ ডিসেম্বর
বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ করায় শূন্য হওয়া আসনগুলোতে উপনির্বাচনের তফসিল রোববার (১৮ ডিসেম্বর) ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মো. আলমগীর বলেন, "আমাদের কমিশন সভা রয়েছে। সে সভায় শূন্য আসনের উপনির্বাচন নিয়ে আলোচনার বিষয়ে সিডিউল রয়েছে। সভা শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।"
সরকারি ছুটি, পাবলিক পরিক্ষা এবং ধর্মীয় উৎসব আছে কিনা তা দেখেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে, তিনি যোগ করেন।
নির্বাচনে ভোট গ্রহণে ইভিএম ও সিসি ক্যামেরার ব্যবহার এবং নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে কারা কাজ করবেন এসব বিষয়ে কমিশন সভায় সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।
সামনের নির্বাচনে বিএনপিকে ডাকবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা নির্ধারিত কোন দলকে নির্বাচনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাবো না,"
"আমাদের তফসিল ঘোষণা হবে সব দলের প্রতি।"
গত ১১ ডিসেম্বর সংসদের সাতজন বিএনপি সদস্যের (এমপি) মধ্যে পাঁচজন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন।
পরে রোববার রাতে সংসদ সচিবালয় বিএনপির ছয় সংসদ সদস্যের আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রজ্ঞাপন জারি করে।
পদত্যাগকারী সংসদ সদস্যরা হলেন- ঠাকুরগাঁও-৩ আসনের মো. জাহিদুর রহমান, বগুড়া-৪ আসনের মো. মোশারফ হোসেন, বগুড়া-৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম ও সংরক্ষিত মহিলা আসনে রুমিন ফারহানা।
বর্তমানে অস্ট্রেলিয়ায় থাকা চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো: হারুনুর রশিদ এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের অসুস্থ সংসদ সদস্য আবদুস সাত্তার ভূঁইয়া স্পিকারের কাছে ব্যক্তিগতভাবে পদত্যাগপত্র জমা দিতে পারেননি।