নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন কবির বিন আনোয়ার
পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ারকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (১১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
বর্তমান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের তিন বছরের মেয়াদ শেষ হবে আগামী ১৫ ডিসেম্বর।
১৯৬৪ সালের ১ জানুয়ারি রাজশাহী বিভাগের সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন কবির বিন আনোয়ার। তিনি ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন।
পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগে স্নাতক ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এলএলবি ডিগ্রিও অর্জন করেন তিনি।
১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি কবির বিন আনোয়ার সহকারী কমিশনার হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি বহু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। কবির বিন আনোয়ার নেদারল্যান্ডসে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি, অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ( প্রশাসক) হিসেবে দায়িত্ব পালন করেছেন।