বুয়েট শিক্ষার্থী ফারদিন আত্মহত্যা করেছেন: ডিবি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করেছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
আজ বুধবার (১৪ ডিসেম্বর) ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এ তথ্য প্রকাশ করেন তিনি।
এদিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জানিয়েছে, সংস্থাটি ফারদিনের মৃত্যুর তদন্ত বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছে এবং বুধবার এ বিষয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।
সন্ধ্যা ৭.৩০-এ কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বিস্তারিত তথ্য জানানো হবে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
গত ৪ নভেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিন নূর পরশ নিখোঁজ হন। পরে ৭ নভেম্বর শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ময়নাতদন্ত করা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক শেখ ফরহাদ জানান, ফারদিনের মাথায় ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
ওই দিনই ফারদিনের বাবা বাদী হয়ে রামপুরা থানায় ছেলে হত্যার মামলা করেন এবং পরে মামলাটি গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।