ঘন কুয়াশায় বিমান চলাচল বিঘ্নিত, অবতরণ করেনি ৪ ফ্লাইট
ঘন কুয়াশার কারণে আজ সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে। এ সময় কলকাতা ও চট্টগ্রামে ৪টি ফ্লাইট স্থানান্তর (ডাইভার্ট) করা হয়।
বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত ফ্লাইট চলাচল ব্যাহত হয়।
ঢাকা বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, "রানওয়েতে দৃশ্যমানতা কম থাকায় চারটি ফ্লাইট কলকাতা ও চট্টগ্রামে ডাইভার্ট করা হয়। তবে কুয়াশা কমায় আটকা পড়া ফ্লাইটগুলো এখন অবতরণ করছে।"
বিমানবন্দর সূত্রও জানায়, দৃশ্যমানতা কম থাকায় পাইলটরা অবতরণ করতে পারেননি।
সকাল সাড়ে ৭টায় সৌদি আরব এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ঢাকার বিমানবন্দরে আসার কথা ছিল, প্রায় দুই ঘণ্টা আকাশে ঘোরাঘুরি করার পর সকাল ১০টা ১৫ মিনিটে তা অবতরণ করতে সক্ষম হয়।
এছাড়া ইউএস-বাংলার দুটি ফ্লাইট এবং একটি ঢাকাগামী এয়ার এরাবিয়া ফ্লাইট কলকাতা বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে। ফ্লাই দুবাইয়ের আরেকটি ঢাকাগামী ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে।
পাশাপাশি কুয়াশার কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্স, ভিস্তারা এয়ারলাইন্স, গালফ এয়ারসহ বিভিন্ন বিমান সংস্থার বেশ কয়েকটি ফ্লাইট বিলম্বিত হয়েছে।