ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্কের ‘সুবিধা-অসুবিধা’ বিবেচনা করছে বাংলাদেশ: মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক (আইপিইএফ)-এ যোগদান করা লাভজনক হবে কিনা তা স্থির করতে বাংলাদেশ এটির 'সুবিধা-অসুবিধাগুলো' বিবেচনা করে দেখছে।
আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) ঢাকায় 'বিআইআইএসএস রিসার্চ কলোকিয়াম ২০২২' শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
'সম্প্রতি কোয়াড ও ইন্দো-প্যাসিফিক ইকোনমিক (ফ্রেমওয়ার্ক) নিয়ে অনেক বিতর্ক হয়েছে। বিষয়টি বোঝার জন্য আমরা বিআইআইএসএস-কে খতিয়ে দেখার অনুরোধ করেছি। আমি তাদের কাছে কৃতজ্ঞ। এ বিষয়ে তারা ইতোমধ্যে একটি প্রতিবেদন জমা দিয়েছে,' মোমেন বলেন।
চতুর্পাক্ষিক নিরাপত্তা সংলাপ বা কোয়াড হচ্ছে অস্ট্রেলিয়া, ভারত, জাপান, ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার একটি কৌশলগত নিরাপত্তামূলক আলোচনা।
এ বছরের জুন মাসে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আইপিইএফ বিষয়ে অবহিত করে এবং বাংলাদেশ এ ফ্রেমওয়ার্কের 'সাপ্লাই চেইন রেসিলিয়েন্স' ও 'ডিকার্বনাইজেশন' বিষয়ে আরও তথ্যকে স্বাগত জানায়।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সম্প্রতি বলেছেন, যুক্তরাষ্ট্র ও এর ১৩টি সহযোগী দেশ আইপিইএফ-এর জন্য আলোচনা শুরু করেছে। তিনি এটিকে 'নতুন অর্থনৈতিক ব্যবস্থাপনা' হিসেবে উল্লেখ করেন।
একই লক্ষ্য নির্ধারণ করে এবং সেগুলো অর্জন করার মনোভাব নিয়ে কোনো দেশ আইপিইএফ-এ যোগ দিতে চাইলে সেসব দেশের প্রতি এ ফ্রেমওয়ার্কটি উন্মুক্ত থাকবে।
মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, 'আমরা এসব বিষয় নিয়ে কাজ করতে থাকব এবং বাংলাদেশ সহ সকল রাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিকভাবে আমাদের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করব।'
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিআইআইএসএস-এর চেয়ারম্যান অ্যাম্বাস্যাডর কাজি ইমতিয়াজ হোসেন ও সংস্থাটির ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন।
তিনটি সেশনে বিভক্ত এ অনুষ্ঠানের প্রতি সেশনে একজন করে গবেষক বাংলাদেশের জাতীয় স্বার্থ নিয়ে করা তাদের গবেষণার তথ্য উপস্থাপন করেন।
বাংলাদেশের আঞ্চলিক ও বৈশ্বিক আউটরিচ বিষয়ক প্রথম সেশনের সভাপতিত্ব করেন বিআইআইএসএস-এর চেয়ারম্যান।
নিরাপত্তা ও কৌশলগত বিষয়ের দ্বিতীয় সেশনের সভাপতি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক চিফ অফ স্টাফ জেনারেল (অব.) মোহাম্মদ আবদুল মুবীন।
অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া তৃতীয় সেশনে 'কূটনীতি ও আলোচনা' বিষয়ে আলোকপাত করা হয়।