হামলা মামলা দিয়ে বিএনপিকে ঠেকানো যাবে না: চট্টগ্রামে খন্দকার মোশারফ
হামলা- মামলা দিয়ে বিএনপিকে ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেছেন, "বাংলাদেশের জনগণ এ সরকারকে আর দেখতে চায় না। জনগণ এ সরকারকে প্রত্যাখান করেছে। মামলা হামলা দিয়ে বিএনপির পতন ঠেকানো যাবে না।"
আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে আজ শনিবার চট্টগ্রামে গণমিছিলে পথসভায় তিনি এ মন্তব্য করেন।
চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে দুপুরে নগরের ওয়াসা মোড়ের জমিয়তুল ফালাহ মসজিদের সামনে থেকে গণমিছিল বের হয়।
মিছিলটি নগরের আলমাস সিনেমা হল সড়ক হয়ে কাজির দেউড়ি বিএনপি কার্য়ালয়, এনায়েত বাজার সড়ক প্রদিক্ষণ করে সিনেমাপ্যালেস মোড়ে গিয়ে শেষ হয়।
গণমিছিলের আগে নগরের ওয়াসা মোড়ের জমিয়তুল ফালাহ মসজিদের সামনে সংক্ষিপ্ত পথসভা হয়। এতে বক্তব্য দেন নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, বিএনপির কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দীন, বিএনপি নেতা ইয়াছিন চৌধুরী লিটনসহ অন্যান্য নেতারা।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে গণমিছিলে বক্তারা বলেন, অবিলম্বে খালেদা জিয়াসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তি দিতে হবে। নইলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।