রাস্তার মাঝে বিকল হয়ে পড়ে ফিটনেসবিহীন বাস, ঢাকার একাংশ অচল
বুধবার সকালে ব্যস্ত রাস্তায় একটি ফিটনেসবিহীন বাস বিকল হয়ে পড়ায় ঢাকার একাংশের যাত্রীরা তীব্র যানজটের শিকার হয়েছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা ট্রাফিক জোনের সহকারী কমিশনার সাকিব হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আজ সকালে রাজধানীর মিন্টু রোডের মাঝখানে একটি দূরপাল্লার বাস বিকল হয়ে পড়ে। এতে আশেপাশে সড়কে দীর্ঘ জ্যামের সৃষ্টি হয়।"
তিনি বলেন, "সড়ক থেকে বাসটি সরিয়ে নেওয়ার সময়টুকুতে (৩০-৪০ মিনিট) অফিসগামী ও সকালের যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।"
তবে, পরিস্থিতি এখন স্বাভাবিক আছে বলে জানান তিনি।
মতিঝিল বাণিজ্যিক এলাকার একজন অফিসগামী আমিনুল মাসুদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, মহাখালী আইসিডিডিআর,বি এলাকা থেকে শাপলা চত্বরে পৌঁছাতে তার দেড় ঘণ্টারও বেশি সময় লেগেছে।