শীঘ্রই রাজধানীতে গ্যাস সংকট কাটবে: তিতাস গ্যাসের পরিচালক
আগামী দুয়েক দিনের মধ্যে ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন তিতাস গ্যাসের পরিচালক (অপারেশন) অধ্যাপক মোঃ সেলিম মিয়া।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের কম চাপ কম থাকায় গ্যাস সরবরাহে ব্যাঘাত ঘটেছে।
তবে ২/৩ দিন আগের তুলনায় আজ (১০ জানুয়ারি) গ্যাসের চাপ কিছুটা বেড়েছে বলে উল্লেখ করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পরিচালক। আগামী দুয়েক দিনের মধ্যে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সম্প্রতি রাজধানীর রামপুরা, মিরপুর, খিলগাঁও, বনশ্রী, মহাখালী, বসুন্ধরা আবাসিক এলাকাসহ বেশ কয়েকটি এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে।
দিনের বেলায় (ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত) গ্যাসের চাপ না থাকায় এসব এলাকার বাড়িতে চুলা জ্বলছে না। গ্যাসের চাপ বাড়ছে গভীর রাতে; ফলে এসব এলাকার বাসিন্দারা শীতকালে রাতের বেলায় রান্নার কাজ সারতে বাধ্য হচ্ছেন।