সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দুই দিনের ধর্মঘট ঘোষণা
এইচএস কোড ও সিপিসিসহ বিভিন্ন নিয়ম প্রত্যাহারের দাবিতে ৩০ ও ৩১ জানুয়ারি দুই দিনের ধর্মঘট ঘোষণা করেছে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন।
ধর্মঘটের কারণে দেশে এই দুইদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
নয় দফা দাবিতে রোববার (২৯ জানুয়ারি) ফেডারেশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান ধর্মঘটের ঘোষণা দেন।
তিনি বলেন, "সারাদেশের কাস্টম হাউস ও স্টেশনগুলোতে হরতাল পালিত হওয়ার বিষয়টি আমরা নিশ্চিত করব।"
কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা-২০২০ সংশোধন, শুল্কায়নকালে পণ্যের এইচএস কোড ও সিপিসি নির্ধারণে 'বিতর্কিত' আদেশ বাতিলের দাবিতে এই ধর্মঘটের ঘোষণা দিয়েছে সংগঠনটি।