তত্ত্বাবধায়ক সরকার বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সবচেয়ে উপযুক্ত ব্যবস্থা: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মতো একটি দেশের জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সবচেয়ে উপযুক্ত ব্যবস্থা।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ জাতিকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিয়েছে। দেশের মানুষ এখন জানে না কীভাবে নির্বাচন হবে এবং তারা তাদের ভোট দিতে পারবে কিনা।
রোববার (২৯ জানুয়ারি) বিএনপি ও ১২-দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার পতনের জন্য বিএনপির চলমান যুগপৎ আন্দোলন জনগণের ব্যাপক আস্থা অর্জন করেছে।
তিনি বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থাই দেশের জন্য সবচেয়ে উপযুক্ত ব্যবস্থা। বিগত নির্বাচনগুলো প্রমাণ করেছে আ. লীগ সরকার ও দলীয় প্রশাসনের অধীনে কোনো বিশ্বাসযোগ্য নির্বাচন হতে পারে না। আমরা আরও খুশি হতাম যদি দেশের আরও বিশিষ্ট নাগরিক, রাজনৈতিক দল এবং সংগঠনগুলি সত্যিই এসব বিষয় নিয়ে কথা বলত। তাই আমি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিশ্চিত করার জন্য তাদের আওয়াজ তোলার আহ্বান জানাচ্ছি।
বিএনপি মহাসচিব বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে যুগপৎ আন্দোলন ভিন্ন মাত্রা পেয়েছে। অন্যান্য রাজনৈতিক দল আমাদের ১০ দফা দাবিতে একমত হওয়ায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়ে যাওয়ায়, এ আন্দোলনে জনগণের মধ্যে নিশ্চিতভাবে আস্থা তৈরি হয়েছে।
আওয়ামী লীগ একটি 'ডাবল স্ট্যান্ডার্ড পার্টি'
ফখরুল অভিযোগ করেন, রবিবার রাজশাহীতে আ. লীগ রাষ্ট্রীয় যন্ত্রপাতি ব্যবহার করে এবং পাবলিক ট্রেন ভাড়া করে সমাবেশ করলেও- তারা বিরোধী দলের অনুরূপ কর্মসূচিতে নানা ধরনের বাধা সৃষ্টি করেছে।
বিএনপির ১০টি বিভাগীয় সমাবেশের আগে পরিবহন ধর্মঘট, পুলিশি অভিযান এবং বিরোধী দলের নেতাদের গ্রেপ্তারের মতো বাধার কথা স্মরণ করে তিনি বলেন, আ. লীগ বিরোধী দলগুলোকে যেকোনো মূল্যে তাদের রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা দিতে নানা অপকৌশল অবলম্বন করে।
'তাদের সরকারের চরিত্র ও কর্মকাণ্ড ইতোমধ্যে জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে। তারা এদেশে সম্পূর্ণ একদলীয় শাসন জারি করছে। এছাড়া আ. লীগ সব সময় 'ডাবল স্ট্যান্ডার্ড পার্টি '। তারা বলে এক, করে আরেক'।
'এটা বিএনপির পদযাত্রা নয়, মরণযাত্রা' বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের করা মন্তব্য প্রসঙ্গে ফখরুল বলেন, বিএনপির পদযাত্রার কর্মসূচি দেখে হয়তো ক্ষমতাসীন দলের নেতার কিশোর কুমারের 'মরণযাত্রা' গানের কথা মনে পড়ে গেছে। আমি জানি না, তিনি নিজের (তার রাজনৈতিক মৃত্যু) সম্পর্কে ভাবছিলেন কিনা।
১২ দলের নেতাদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, চলমান আন্দোলন ও দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে।
এছাড়া আমরা পরবর্তী কর্মসূচি এবং কীভাবে আন্দোলনকে আরও শক্তিশালী করা যায় সে সম্পর্কেও কথা বলি।
বিএনপি নেতা বলেন, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে আরও জনসমর্থন আদায়ে তারা যুগপৎ আন্দোলন জোরদার করতে সম্মত হয়েছেন।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও এম শাহজাহান, ১২ দলের সমন্বয়ক মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, এলডিপি'র সালমান শাহজাদা, এলডিপির আবু তাহের, জমিয়তে উলামায়ে ইসলামের মহিউদ্দিন ইকরাম, জাগপার রাশেদ প্রধান, ইসলামী ঐক্যজোটের আবদুল করিম, ইসলামিক পার্টির আবুল কাশেম ও মুসলিম লীগের তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।