কাতার বিশ্বকাপের স্টেডিয়াম নির্মাণে নিহত বাংলাদেশি শ্রমিকদের তালিকা চেয়েছে হাইকোর্ট
গত ডিসেম্বরে কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য স্টেডিয়াম নির্মাণকাজে নিয়োজিত নিহত বাংলাদেশি শ্রমিকদের তালিকা প্রস্তুত করে তা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণলায়কে এই তালিকা প্রস্তুত করে এক মাসের মধ্যে দাখিল করতে বলা হয়েছে।
জনস্বার্থে এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (৩০ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
এক মাসের মধ্যে নিহতের এ তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
একইসাথে কাতারে ফুটবল বিশ্বকাপ আয়োজনকে কেন্দ্র করে মানবেতর পরিস্থিতে কাজ করতে গিয়ে যদি বাংলাদেশের সাড়ে চারশ শ্রমিকের মৃত্যু হয়ে থাকে, তাহলে তাদের পরিবারকে কেন উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
এর আগে কাতারে ফুটবল বিশ্বকাপ আয়োজন কেন্দ্র করে মানবেতর পরিস্থিতিতে কাজ করতে গিয়ে বাংলাদেশের অন্তত ৪৫০ শ্রমিকের মৃত্যু হয়েছে- দাবি করে ওই শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।
ব্যারিস্টার মাসুদ আর সোবহান জনস্বার্থে গত ১৩ ডিসেম্বর এ রিট দায়ের করেন।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে কাতার বিশ্বকাপে শ্রমিক মৃত্যুর ঘটনা নিয়ে প্রকাশিত প্রতিবেদন রিট আবেদনে সংযুক্ত করা হয়েছে।