মিরপুর যাত্রীদের আরেক স্বস্তি, ১৯ ফেব্রুয়ারি থেকে চালু কালশী ফ্লাইওভার
আগামী ১৯ ফেব্রুয়ারি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হচ্ছে ২,৪৩৫ মিটার মিরপুর-কালশী ফ্লাইওভার। মিরপুর থেকে যাতায়াত নির্বিঘ্ন করতে ফ্লাইওভারটি একটি বড় ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
ইংরেজি অক্ষর 'Y' এর আকারে ডিজাইন করা ফ্লাইওভারমূখী চার লেনের রাস্তাগুলোকে ছয় লেনে প্রশস্ত করা হয়েছে।
মিরপুর, ঢাকা সেনানিবাস, উত্তরা, মহাখালী, রামপুরা এবং বিমানবন্দর এলাকায় যান চলাচলকে সহজ করবে ফ্লাইওভারের পাঁচটি র্যাম্প।
নবনির্মিত ছয় লেনের সড়কটি ব্যবহার করে মিরপুরবাসীরা মাত্র ১৫ মিনিটে বিমানবন্দরে পৌঁছাতে সক্ষম হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা টিবিএসকে বলেন, "গত ৭ ফেব্রুয়ারি কালশীর ফ্লাইওভারের কাজ শেষ হয়েছে। এখন উদ্বোধনের প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রী এই ফ্লাইওভার উদ্বোধন করবেন, যার সম্ভাব্য দিন ধরা হয়েছে ১৯ ফেব্রুয়ারি।"
"ফ্লাইওভার চালু হলে এ এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থায় অধিকাংশ সমস্যাই কেটে যাবে," যোগ করেন তিনি।
গত ডিসেম্বরে মেট্রোরেলের দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশ জনসাধারণের চলাচলের জন্য প্রধানমন্ত্রী উদ্বোধন করার পরে মিরপুরবাসীর বহু দিনের ভোগান্তি অনেকাংশেই লাঘব হয়েছে।
নতুন এ প্রকল্পের আওতায় ৩.৭ কিলোমিটার দীর্ঘ ৬ লেনের সড়ক নির্মাণ, ৭.৪০ কিলোমিটার আরসিসি ড্রেন ও সসার ড্রেন, ১.৭৮ কিলোমিটার আরসিসি পাইপ ড্রেন, ৩.৩৮ কিলোমিটার কমিউনিকেশন ডাক্ট, সাইকেল লেন, ৬টি বাস বে ও যাত্রী ছাউনি, ১টি পিসি গার্ডার ব্রিজ, ২ টি ফুটওভার ব্রিজ, ১টি পাবলিক টয়লেট এবং ২টি পুলিশ বক্স নির্মাণ করা হয়েছে।
সম্প্রতি প্রকল্প এলাকা ঘুরে দেখা যায়, উদ্বোধনের আনুষ্ঠানিকতা ঘিরে এর চারদিকে চলছে শেষ সময়ের প্রস্তুতি। চলছে ঘষামাজা আর সৌন্দর্যবর্ধন। রাস্তা প্রশস্ত হওয়ায় এখন এখানে যান চলাচলে বাঁধে না কোনো বিপত্তি।
কয়েকবছর ধরে উন্নয়নমূল কাজ চলতে থাকায় এ এলাকার মানুষ ভোগান্তিরও শিকার হয়েছে অনেক। তবে নতুন রাস্তা, সুপ্রশস্ত ফুটপাত, সাইকেল লেন এবং ফ্লাইওভারটি দেখে সে কষ্ট অনেকটাই লাঘব হয়েছে এ এলাকার বাসিন্দাদের।
কালশীর বাসিন্দা জেসমিন আক্তার টিবিএসকে বলেন, "দীর্ঘদিন ধরে রাস্তার উন্নয়ন কাজ চলায় যানজট, জলাবদ্ধতা, ধুলার সমস্যায় এ এলাকা ছিল পরিপূর্ণ। বর্ষাকালে গলিতে হাঁটুপানি হয়ে যেত। কিন্তু এখন সে খারাপ অবস্থা থেকে অনেকটাই উত্তরণ ঘটেছে। এতে আমরা খুশি।"
মিরপুর ডিওএইচএস এর বাসিন্দা ইকবাল মৃধা টিবিএসকে বলেন, "আমার অফিস বিমানবন্দর এলাকায়। এতদিন এ রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা যানজটের কারণে বসে থাকতে হতো। এখন তা কিছুটা কমেছে, ফ্লাইওভার চালু হলে এ যানজট আরো কমে যাবে। তখন অফিসে যাওয়া আসায় ভোগান্তি থাকবে না আশাকরি। এটি আমাদের জন্য অনেক বড় একটি স্বস্তির বার্তা।"
ঢাকা উত্তর সিটি করপোরেশনের দেওয়া তথ্যমতে, মিরপুরের কালশী এলাকার এ উন্নয়ন প্রকল্পটি ২০১৮ সালের ৯ জানুয়ারি একনেকে অনুমোদন পায়। প্রথমে এ কাজের মেয়াদ ছিল ২০২১ সালের জুন পর্যন্ত।
পরবর্তীতে ৪টি শর্তে এ প্রকল্পের মেয়াদ ২০২২ এর জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়। যা সবশেষ নির্মাণের সময়কাল ২০২৩ সালের জুন পর্যন্ত বর্ধিত করা হয়। তবে এ নির্ধারিত সময়ের প্রায় ৪ মাস আগেই প্রকল্পের কাজ শেষ করে উদ্বোধন হতে যাচ্ছে।