গুলশান অগ্নিকাণ্ডে ২ জনের মৃত্যু, তদন্ত কমিটি-মেডিকেল বোর্ড গঠন
রোববার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান এলাকায় একটি বহুতল ভবনের সপ্তম তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে।
গতকাল সন্ধ্যা সাতটায় গুলশান-২-এ অবস্থিত ১২তলা ভবনটিতে আগুনের সূত্রপাত হয়।
আগুন লাগার পর ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজে আনা হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) সিকদার উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজু নামে আরও এজনের মৃত্যু হয় বলে পুলিশের গুলশান জোনের উপ-কমিশনার আব্দুল আহাদ গণমাধ্যমকে জানিয়েছেন।
রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব জনাব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহজালাল শিকদার জানান, মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের কাছে ১০৪ নং রোড, গুলশান-২-এ অবস্থিত ভবনটিতে আটকে পড়া ২২ জনকে জীবিত উদ্ধার করেছেন দমকলকর্মীরা। তাদের মধ্যে ১২ জন নারী, ৯ জন পুরুষ, ও একটি শিশু রয়েছে।
এর আগে তিনি জানিয়েছিলেন, অন্তত ২০ থেকে ৩০ জন মানুষ ভবনের ভেতরে আটকা পড়েছেন।
আগুনের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। পরে সবমিলিয়ে ১৯টি ইউনিট ও ১১৪ জন দমকলকর্মী আগুন নেভানোর কাজ করেন।
এদিকে, আগুন থেকে বাঁচতে অনেকেই উঁচু ভবনটি থেকে নিচে লাফিয়ে পড়ে আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
প্রাথমিকভাবে আগুনের উৎপত্তি ও ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।
পাঁচ সদস্যের তদন্ত কমিটি
বিষয়টি তদন্তে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হিসেবে থাকবেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
কমিটির অন্য সদস্যরা হলেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স), ঢাকার সহকারী পরিচালক, গুলশান জোনের উপ-পরিচালক ও স্থানীয় ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা।
মেডিকেল বোর্ড গঠন
শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসা নিচ্ছেন এমন তিনজনের জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডাঃ সামন্ত লাল সেন।
বৈঠক শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
গুলশানের ১২ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়ে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন তিনজন হলেন- মুসা শিকদার (৩৩), মোঃ রওশন আলী (৩০) ও শ্যামা রহমান।
বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকেরা জানিয়েছেন, শ্যামা রহমানকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়েছে। তার শ্বাসনালী পুড়ে গেছে এবং ভবন থেকে ঝাঁপ দেওয়ায় তিনি গুরুতর আহত হয়েছেন।
বাকি দুজন চিকিৎসাধীন অবস্থায় থাকলেও তারা আশঙ্কামুক্ত বলে জানান চিকিৎসকরা।