সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা আর নেই
সাবেক তথ্য এবং যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
তৃণমূল বিএনপির মহাসচিব আক্কাস আলী খান গণমাধ্যমকে জানান, রাত ১০টা ২৫ মিনিটের দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই মন্ত্রী।
মৃত্যুকালে স্ত্রী সিগমা হুদা ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন তিনি।
১৯৪৩ সালের ৬ জানুয়ারি ঢাকার দোহারে জন্মগ্রহণ করেন ব্যারিস্টার নাজমুল হুদা। ১৯৯১ থেকে ১৯৯৬ সালে তথ্যমন্ত্রী এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যোগাযোগমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য নাজমুল হুদা ঢাকা-১ আসন থেকে মোট চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১২ সালে দলের ভাইস চেয়ারম্যানের পদ ছাড়ার আগ পর্যন্ত তিনি বিএনপির সদস্য ছিলেন।
১৯৭৭ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাগোদলের মাধ্যমে নিজের রাজনৈতিক জীবন শুরু করেছিলেন নাজমুল হুদা।
১৯৯১ সালে বিএনপি সরকারের সময় তাকে তথ্যমন্ত্রী করা হয়। পরে ২০০১ সালে বিএনপি আবার ক্ষমতায় এলে তাকে যোগাযোগমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন তিনি। একপর্যায়ে তিনি বিএনপি থেকে পদত্যাগ করেন এবং বিএনপিও তাকে দল থেকে বহিষ্কার করে।
নাজমুল হুদা ২০১২ সালের জুনে বিএনপি ছেড়ে নিজের রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) গঠন করেন।
কয়েক মাস পর দলের একজন সিনিয়র নেতা তাকে ক্ষমতাচ্যুত করেন এবং তারপরে তিনি ২০১৪ সালের মে মাসে বাংলাদেশ জাতীয় জোট এবং একই বছরের নভেম্বরে বাংলাদেশ মানবাধিকার পার্টি গঠন করেন।
এরপর ২০১৫ সালের নভেম্বরে, ব্যারিস্টার নাজমুল হুদা সর্বশেষ তৃণমূল বিএনপি নামে তার পঞ্চম রাজনৈতিক দল গঠন করেন।