রাজধানীর ১৫ লাখ শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে আজ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৫ লাখেরও বেশি সংখ্যক শিশুকে ৩,৭৩২টি কেন্দ্রে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে আজ সোমবার (২০ ফেব্রুয়ারি)।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬-১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।
রবিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ে পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত "জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন-২০২৩" উপলক্ষ্যে আয়োজিত কেন্দ্রীয় এ্যাডভোকেসি প্রোগ্রামের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকার ১,৯০৫টি কেন্দ্রে প্রায় ৮,৭১,০১৯ জন শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।
আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকার ১,৮২৭টি কেন্দ্রে প্রায় ৬,২৯,৫০০ জন শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।
উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা বলেন, শিশুর সুস্থভাবে বেঁচে থাকা, স্বাভাবিক বৃদ্ধি ও দৃষ্টিশক্তির জন্য ভিটামিন 'এ' সবচেয়ে গুরুত্বপূর্ণ এক অনুপুষ্টি। ভিটামিন 'এ' চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি ও শরীরের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখে এবং বিভিন্ন রোগের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে থাকে। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য নীতিমালা অনুযায়ী, বছরে দুইবার ভিটামিন 'এ' এর অভাব পূরণে সম্পূরক খাদ্য হিসেবে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়।
ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলকে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফজলে শামসুল কবির বলেন, "ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় ১,৮২৭টি কেন্দ্রের মাধ্যমে এবার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ১৫০ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে ৩,৬৫৪ জন স্বেচ্ছাসেবকের সহযোগিতায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কর্মসূচী চলমান থাকবে।"