মেট্রোরেলের উভয় পাশে ঘুড়ি, ফানুস, গ্যাসবেলুন না ওড়ানোর অনুরোধ ডিএমটিসিএল’র
মেট্রোরেল ট্র্যাকের উভয় পাশে বসবাসরত অধিবাসীদের রেল ট্র্যাকের কাছাকাছি ঘুড়ি, ফানুস, গ্যাস বেলুন বা এই জাতীয় কোনো বিনোদন সামগ্রী না ওড়ানোর অনুরোধ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
সোমবার (২০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল লাইনের উভয় পাশে এক কিলোমিটারের মধ্যে বসবাসকারী বাসিন্দা ও অভিভাবককে ছেলেমেয়েদের ঘুড়ি, ফানুস, গ্যাস বেলুন বা এ ধরনের কোনো বিনোদন সামগ্রী ওড়ানো থেকে বিরত রাখার অনুরোধ জানায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন ব্যবহার করে প্রতিদিন ঢাকা মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করছে। ঘুড়ি, ফানুস, গ্যাস বেলুন ইত্যাদি সামগ্রী বৈদ্যুতিক লাইনে আটকে গেলে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা থাকে।
ফলে মেট্রো ট্র্যাক থেকে ঘুড়ি, ফানুস, গ্যাস বেলুন ইত্যাদি সরাতে রেল চলাচল বন্ধ রাখতে হচ্ছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) মেট্রোরেলের বৈদ্যুতিক খুঁটিতে ঘুড়ি আটকে থাকায় ৪০ মিনিটের মতো আংশিকভাবে বন্ধ রাখতে হয়ছিল মেট্রোরেল পরিষেবা।
সোমবার সকাল ৯টা ২০ মিনিটের পর পল্লবী স্টেশন প্ল্যাটফর্মে প্রবেশের গেট ও টিকিট বিক্রি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এর আধঘণ্টারও বেশি সময় পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
গেলো ১ জানুয়ারি একই ধরনের ঘটনায় প্রায় ২ ঘণ্টা রাখতে হয়েছিল ঢাকা মেট্রোরেল পরিষেবা। ইংরেজি নতুন বছর উদযাপন উপলক্ষে ওড়ানো ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে আটকে যাওয়ায় এ ব্যাঘাত ঘটেছিল ট্রেন চলাচলে।