মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার মাদক, দুর্নীতি, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে তৎপরতা অব্যাহত রাখবে। এসব হুমকি মোকাবিলায় জনসাধারণকেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের ভাঙ্গারহাট তালিমপুর-তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় দেওয়া বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, 'মাদক, সন্ত্রাস, জঙ্গিভবাদ ও দুর্নীতি দমনে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে, এবিষয়ে আপনাদের সকলকেও সতর্ক থাকতে হবে'।
সন্তান যেন মাদকাসক্ত নাহয়, বা জঙ্গিবাদে না জড়ায়– সেজন্য অভিভাবকদের সতর্ক থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী জনসভাস্থল থেকে গোপালগঞ্জের ৪৩টি নবনির্মিত উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ৫টি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, কোটালীপাড়া উপজেলা পরিষদ, গোপালগঞ্জ পৌরসভা, গণপূর্ত বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কোটালীপাড়া পৌরসভা, গোপালগঞ্জ জেলা পরিষদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রকল্পগুলো বাস্তবায়ন করেছে।
জনসভায় সভাপতিত্ব করেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, শাজাহান খান, কাজী আকরাম উদ্দীন আহমদ, আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, মির্জা আজম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম।