ঢাকায় পুনরায় দূতাবাস খুলল আর্জেন্টিনা
বাংলাদেশে পুনরায় নতুন দূতাবাস খুলেছে আর্জেন্টিনা। রাজধানীর বনানীতে সোমবার (২৭ ফেব্রুয়ারি) এ দূতাবাস খোলা হয়।
আর্জেন্টিনার পররাষ্ট্র ও আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো এবং বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম যৌথভাবে নতুন এ দূতাবাসটি উদ্বোধন করেন।
ফিতা কেটে উদ্বোধনের আগে উভয় দেশ নিজেদের জাতীয় সঙ্গীত বাজিয়ে একে অপরের প্রতি শ্রদ্ধা জানায়।
দূতাবাস প্রাঙ্গণে আর্জেন্টিনার পতাকা উত্তোলন করা হয়। এ সময় দূতাবাসের বাইরে আর্জেন্টিনার অনেক সমর্থক ভিড় করেন।
এর আগে আজ আর্জেন্টিনার মন্ত্রী বাংলাদেশে দক্ষিণ আমেরিকার দেশটির নতুন দূতাবাস উদ্বোধন করতে এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর করতে ঢাকায় আসেন।
১৯৭৮ সালে সামরিক জান্তা সরকার ঢাকার আর্জেন্টিনার দূতাবাস বন্ধ করে দেয়। এরপর থেকে ভ্রমণের জন্য ভিসার মতো বিভিন্ন কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করা হতো ভারতে অবস্থিত আর্জেন্টাইন দূতাবাস থেকে।
আর্জেন্টিনা জানিয়েছে, 'রাজনৈতিক, কৌশলগত ও বাণিজ্যিক' কারণের ওপর ভিত্তি করে গড়ে ওঠা পররাষ্ট্র নীতিমালার গাইডলাইন অনুযায়ী দূতাবাস পুনরায় খোলা সুবিধাজনক।
'কূটনৈতিক ও দাপ্তরিক পাসপোর্টের ক্ষেত্রে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর, কৃষিখাতে ও দুই দেশের কূটনৈতিক প্রশিক্ষণ অ্যাকাডেমির বিষয়ে সহায়তামূলক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর ইত্যাদিরও সম্ভাবনা রয়েছে,' সম্প্রতি গণমাধ্যমকর্মীদের জানিয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন।
এছাড়া দুই দেশ ফুটবল সম্পর্কিত বিভিন্ন বিষয়ে একটি সমঝোতা স্বারক নিয়েও কাজ করছে বলে জানান তিনি।