রবির ই-সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দিল বিটিআরসি
সেবা চালুর এক সপ্তাহের মধ্যে রবির ই-সিম বিক্রি নিষিদ্ধ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বুধবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সংশ্লিষ্ট বিভাগ দেখতে পেয়েছে যে কমিশনের অনুমোদন না নিয়েই রবি সেবাটি চালু করেছে। তাই আমরা তাদের ই-সিম সেবা বিক্রি বন্ধ করতে বলেছি।'
বিটিআরসি সূত্র জানায়, মোবাইল অপারেটররা যেকোনো সেবা চালু করার আগে বিটিআরসির অনুমোদন নিতে বাধ্য।
গত ২২ ফেব্রুয়ারি রবি আজিয়াটা লিমিটেড ই-সিম বিক্রি শুরুর ঘোষণা দেয়। এর আগে অন্য দুই বেসরকারি টেলিকম অপারেটর গ্রামীণফোন ও বাংলালিংককও ই-সিম বিক্রি শুরু করে।
সেবাটি চালু করে কোম্পানিটি জানিয়েছে, গ্রাহকরা ৪.৫জি রবি ই-সিমের মাধ্যমে দেশের সেরা ইন্টারনেট উপভোগ করতে পারবেন।
রবি এক বিবৃতিতে বলেছে, 'আমরা এখনও বিটিআরসি থেকে আমাদের ই-সিম সেবা-সংক্রান্ত কোনো চিঠি পাইনি। তাই আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারছি না।'
বর্তমানে রবি দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর। তাদের মোট গ্রাহক সংখ্যা ৫.৪৬ কোটি। ৭.৯৩ কোটি গ্রাহক নিয়ে গ্রামীণফোন এখন শীর্ষ অপারেটর। ৪.০১ কোটি গ্রাহক নিয়ে তৃতীয় অবস্থানে আছে বাংলালিংক।
দেশে এখন মোট সিম গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ১৮.০৮ কোটিতে।
গত বছরের মার্চে বাংলাদেশে প্রথমবারের মতো ই-সিম সেবা চালু করে গ্রামীণফোন। ওই বছরের ডিসেম্বরে বাংলালিংকও এ সেবা চালু করে।
তৃতীয় অপারেটর হিসেবে সেবাটি চালু করার চেষ্টা করেছিল রবি। অন্যদিকে রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিটক এখনও এই সেবা চালু করতে পারেনি।