চট্টগ্রামে ট্রেনের ইঞ্জিন-বাস সংঘর্ষে ৩ জন নিহত
চট্টগ্রাম নগরীর বিমানবন্দর সড়কে তেলবাহী ট্রেনের ইঞ্জিনের সঙ্গে বাসের সংঘর্ষে রেলের এক পয়েন্টসম্যানসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ইপিজেড থানার নিউমুরিংয়ের পদ্মা-মেঘনা-যমুনা তেলের ডিপো এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— রেলের পয়েন্টসম্যান মো. আজিজুল হক (২৮), দুর্ঘটনার শিকার বাসটির চালক আসাদুজ্জামান (৩০) ও তার সহকারী মিটন কান্দি দে (২৫)।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, তেলবাহী ট্রেনের ইঞ্জিনের সঙ্গে মেট্রো বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আজিজুল হক মারা যান। এরপর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান।
সিজিপিওয়াইয়ের ইয়ার্ড মাস্টার আব্দুল মালেক বলেন, 'নিহত পয়েন্টসম্যান তেলের ওয়াগন রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন। সিগন্যাল না মেনে দ্রুতগতির একটি বাস তেলবাহী ট্রেনের ইঞ্জিনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। মেঘনা অয়েলে তেলভর্তি ওয়াগন আনার জন্য ইঞ্জিনটি যাচ্ছিল।